সারাবছর ত্বকের নানা সমস্যা লেগেই থাকে। তবে যাঁদের তেলতেলে ত্বক তাঁদের ভোগান্তিটা খানিকটা বেশী। এই তেলতেলে ত্বকে ব্রণর সমস্যা বেশী হয়। এছাড়াও ত্বক চিটচিটে হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। ত্বক তেলতেলে হলে তার যত্নে বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। তবে শুধু যত্ন নিলেই চলবে না, জানতে হবে সঠিক ধরন। বর্ষায় তেলতেলে ত্বকের সমস্যা আরও বাড়ে। এমন কিছু ফেস প্যাক রয়েছে যা ব্যবহার করলে দূর হবে সমস্যা। জানুন কী সেগুলি…
মধু ও পেঁপের ফেস প্যাক : তেলতেলে ত্বকের জন্য ভীষণ উপকারী পেঁপে। একটি পেঁপে পেস্ট করে তাতে মধু মিশিয়ে মাখুন। দূর হবে তৈলাক্ততার সমস্যা।
বেসন ও হলুদ: আদিযুগ থেকে রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে হলুদ এ বেসন। তৈলাক্ত ত্বকের সমস্যা মেটায় এই বেসন। বেসনের সঙ্গে হলুদ ও টকদই মিশিয়ে মাখলেই উপচে পড়বে জেল্লা.
শসা: তৈলাক্ত ত্বকের সমস্য়া সমাধান করে শসাও। শসায় ঠান্ডা প্রকৃতির ফলে শসা ব্যবহার করলে ত্বক শীতল থাকে। কোনও রকমের সংক্রমণের ঝুঁকি কমে।
টমেটো ফেস প্যাক : ত্বকের যত্নে টমেটোর জুড়ি নেই। ত্বকের ট্যান তুলতেও সাহায্য করে টমেটো। এতে রয়েছে লাইকোপিন ও অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকের হাজার সমস্যা মেটায়। টমেটো পেস্ট করে কয়েক ফোঁটা মধু যোগ করে মেখে নিন। উপকার পাবেন।